আনচেলত্তিকেই কোচ হিসেবে নিয়োগ দিলো ব্রাজিল, তবে এখনই নয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৫ জুলাই ২০২৩

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়ার পর ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তখনকার কোচ তিতে। এরপর সাত মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এখনও কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন।

৫ বারের বিশ্বকাপজয়ী দেশটির প্রত্যাশা, ইউরোপের কোচ নিয়োগ দেবে। এ ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। যদিও তিনি বারবার বলে দিয়েছেন, ২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে তার চুক্তি। এই চুক্তি ভঙ্গ করা তার পক্ষে সম্ভব নয়।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা নাছোড়বান্দা। তারা আনচেলত্তিকেই চায়। যে কারণে, রিয়াল মাদ্রিদের এই কোচের সঙ্গেই নতুন করে চুক্তি সম্পন্ন করে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। নেইমার-ভিনিসিয়ুসদের হলুদ জার্সির কোচ হবেন আনচেলত্তিই।

তবে, এখনই নয়। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ করার সুযোগ আনচেলত্তিকে দিচ্ছে ব্রাজিল। অর্থ্যাৎ, চুক্তি এখনই সম্পন্ন করে নিয়েছে ব্রাজিল। কিন্তু সেলেসাওদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে আনচেলত্তি দায়িত্ব গ্রহণ করবেন ২০২৪ সালের জুনের পর। ব্রাজিলের কোচ হিসেবে কোপা আমেরিকা হবে আনচেলত্তির প্রথম অ্যাসাইনমেন্ট।

মঙ্গলবার রাতেই কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ৬৪ বছর বয়সী আনচেলত্তি কোচ হিসেবে দীর্ঘ ক্যারিয়ার পার করে ফেললেও এই প্রথম কোনো জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

কার্লো আনচেলত্তি দায়িত্ব না নেয়া পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন ফ্লুমিনেন্সের কোচ দিনিজ। কাতার বিশ্বকাপের পর অনুর্ধ্ব-২০ দলের কোচ র‌্যামন ম্যানেজেস ব্রাজিলের দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন দিনিজ।

৪৯ বছর বয়সী দিনিজি ফ্লুমিনেন্সের দায়িত্বও ছাড়বেন না। তিনি শুধু ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে কোচের দায়িত্ব পালন করে যাবেন। কার্লো আনচেলত্তি ২০২৪ সালের কোপ আমেরিকায় ব্রাজিলের দায়িত্ব নেবেন এবং ২০২৬ সাল বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এরই মধ্যে ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছেন আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রদ্রিগো, এডার মিলিতাও প্রমুখ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।