এশিয়ান স্কুল দাবায় স্বর্ণ জিতলেন বাংলাদেশের খুশবু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৯ জুলাই ২০২৩

উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-১১ স্ট্যান্ডার্ড গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণ জিতেছেন।

সাউথ পয়েন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওয়ারসিয়া খুশবু ৯ খেলায় সাত পয়েন্ট পেয়ে কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারার সাথে টাই করেন। টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান তিনি। আজ (বুধবার) নবম বা শেষ রাউন্ডে ওয়ারসিয়া খুশবু উজবেকস্তানের জিকমাতখোনোভা মোখিনুরের সাথে ড্র করেন।

এ ইভেন্টে ভারত, কাজাখস্তান, রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্থান, শ্রীলংকা ও উজবেকিস্তানের ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

ওয়ারসিয়া খুশবু স্বর্ণ, কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারা রৌপ্য এবং কিরগিজিস্তানের তুরসুনালিয়েভা নুরিলিনা ব্রোঞ্জ পদক পান।

উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে খুশবু উজবেকিস্তানে দুটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট থেকে ৩টি স্বর্ণ ও ১টি রৌপ্যপদক অর্জন করেছিলেন।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।