প্রয়োজন হচ্ছে না ভোটের
অ্যাথলেটিকসের নির্বাচনে এক প্যানেল
আগামী ৩০ জুলাই বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচন। আগে ২৯ জুলাই ভোটের দিন নির্ধারণ করা হলেও জাতীয় ক্রীড়া পরিষদ ওইদিন পবিত্র আশুরা থাকায় ভোট পিছিয়ে দিয়েছে। যদিও অ্যাথলেটিকসে ভোটের আর প্রয়োজন হচ্ছে না। ২৮ পদের বিপরীতে রোববার ২৮টি মনোনয়নপত্রই জমা পড়েছে।
রোববার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার সময় নির্ধারণ করা ছিল। পদের চেয়ে বেশি মনোনয়নপত্র কিনেছিলেন কাউন্সিলররা। তবে অতিরিক্ত কিউই জমা দেননি। যে কারণে, মনোনয়নপত্র বৈধ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন সবাই।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ২৪ জুলাই, বাতিল মনোনয়নপত্রের ওপর আপিল গ্রহণ ২৫ জুলাই, আপিলের শুনানি ২৬ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৭ জুলাই।
বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন নুর উদ্দিন চৌধুরী নয়ন, মো. জায়েদুল আলম, মোয়াজ্জেম হোসেন, এস এম ফারুকী হাসান ও গোলাম মোর্শেদ।
যুগ্ম সম্পাদকের দুই পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মাসুদ জাহাঙ্গীর কবির ও সারাফাত হেসেন। কোষাধ্যক্ষ পদেও একজন। তিনি বর্তমান কোষাধ্যক্ষ জামাল হোসেন। এছাড়া ১৯টি সদস্য পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।
আরআই/আইএইচএস/