বিজয় দিবস উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট ১১ ডিসেম্বর থেকে পুরানা পল্টনস্থ ঢাকা ভলিবল স্টেডিয়ামে শুরু হবে।

এ টুর্নামেন্টে পুরুষ ও মহিলা বিভাগে ১০টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো পুরুষ বিভাগ-বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ ও বিকেএসপি এবং মহিলা বিভাগ-বাংলাদেশ জাতীয় মহিলা ভলিবল লাল দল, বাংলাদেশ জাতীয় মহিলা ভলিবল সবুজ দল।

বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দিবস ভলিবল টুর্ণামেন্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।