‘অধিনায়কত্বকে চাপ নয়, দায়িত্ব হিসেবে দেখছি’

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২২ আগস্ট ২০২৩

২০১৯ সালের পর আন্তর্জাতিক হকি খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। দীর্ঘ ৪ বছর পর আবার মাঠে নামার সুযোগ লাল-সবুজ জার্সিধারীদের।

ওমানের সালালাহ শহরে ২৫ আগস্ট শুরু হতে যাওয়া ফাইভ এ সাউড বিশ্বকাপ বাছাই এশিয়া পর্বে খেলতে মঙ্গলবার রাতে মরুর দেশটিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল।

এই দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের মেয়ে ফারদিয়া আক্তার রাত্রি। এই প্রথম তিনি পড়বেন অধিনায়কের আর্মব্যান্ড। ওমানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে রাত্রি কথা বলেছেন তার অধিনায়কত্ব পাওয়া ও টুর্নামেন্টের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে।

জাগো নিউজ: জাতীয় নারী হকি দলের অধিনায়ক মনোনীত হওয়ায় আপনাকে অভিনন্দন। আগে কখনো অধিনায়কত্ব করেছেন?
ফারদিয়া আক্তার রাত্রি: আপনাকে ধন্যবাদ। আমি এই প্রথম অধিনায়কের দায়িত্ব পেয়েছি। এর আগে ২০১৮ সালে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছি।

জাগো নিউজ: প্রথমবার অধিনায়কত্ব। কোনো চাপ মনে করছেন কি?
ফারদিয়া আক্তার রাত্রি: অধিনায়কত্ব পাওয়া খুশির বিষয়। এটাকে আমি চাপ মনে করছি না। বরং এটাকে আমি দায়িত্ব হিসেবে দেখছি।

জাগো নিউজ: অনেকদিন পর আর্ন্তজার্তিক ম্যাচ খেলতে যাচ্ছেন। কী মনে হয়, এই টুর্নামেন্টে দল কেমন করতে পারে?
ফারদিয়া আক্তার রাত্রি: হ্যাঁ, চার বছর পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলবো। ২০১৯ সালে সিঙ্গাপুরে সর্বশেষ খেলছিলাম। সেখানে একটি ম্যাচও জিতেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে। আশা করছি, ওমানেও ভালো খেলবো।

জাগো নিউজ: এই চার বছর কিভাবে হকির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন এবং ফিটনেস ধরে রেখেছেন?
ফারদিয়া আক্তার রাত্রি: কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় অংশ নেওয়ার সুযোগ না হলেও আমরা হকি থেকে বিচ্ছিন্ন হইনি। আমাদের ২০-২৫ জনের একটা ভার্চুয়াল গ্রুপ ছিল। করোনার সময় প্রতি শুক্রবার ওই গ্রুপে ভার্চুয়াল ক্লাস করতাম।

জাগো নিউজ: আপনাদের কে ক্লাস নিতেন?
ফারদিয়া আক্তার রাত্রি: আমাদের ক্লাস নিতেন নান্নু স্যার (তারিকুজ্জামান নান্নু), কাওছার স্যার (কাওছার আলী) এবং রাহুল স্যার (রাহুল দেবনাথ)। এ ছাড়া আমরা কিশোরগঞ্জে যারা ছিলাম তারা প্রতিদিন মাঠে অনুশীলন করতাম।

জাগো নিউজ: আপনাদের কিশোরগঞ্জের বেশ কয়েকজন মেয়ে আছেন হকিতে। এই দলে কয়জন আছেন?
ফারদিয়া আক্তার রাত্রি: আমরা তিনজন আছি। অন্য দুইজন সুমি আক্তার ও সানজিদা আক্তার মনি।

জাগো নিউজ: আপনি কোথায় লেখাপড়া করছেন?
ফারদিয়া আক্তার রাত্রি: সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি।

জাগো নিউজ: ধন্যবাদ।
ফারদিয়া আক্তার রাত্রি: আপনাকেও ধন্যবাদ।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।