ইরানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ পঞ্চম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

ওমানের কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গের পর বাংলাদেশ হকি দলের সামনে ছিল পঞ্চম হয়ে দেশে ফেরার সুযোগ। শনিবার স্থান নির্ধারণী ম্যাচে ইরানকে ৭-৬ গোলে হারিয়ে বাংলাদেশ পঞ্চম হয়েই ফিরছে দেশে। এই ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশের ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকির মিশন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি বাংলাদেশ জিতেছে সারওয়ার মোর্শেদ শাওনের হ্যাটট্রিকের উপর ভর করে। প্রথমার্ধ শেষ হয়েছিল ৩-৩ গোলে।

ওমানের সালালাহ শহরে আক্রমণ-পাল্টা আক্রমণে বাংলাদেশ-ইরান ম্যাচটিকে দারুণ জমে উঠেছিল। ম্যাচে কখনো বাংলাদেশ, কখনো ইরান এগিয়ে যাচ্ছিল। তবে শেষ হাসি হেসেছেন লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা।

সারওয়ার মোর্শেদ শাওন ৩টি এবং শফিউল আলম শিশির, আবেদ উদ্দিন, দ্বীন ইসলাম ইমন ও হোসেন মোহাম্মদ একটি করে গোল করেন। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার পান শাওন।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।