মানিকগঞ্জে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়ক এলাকায় ছাদ থেকে পড়ে নিশানুল কবিতা (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত কবিতা জহির আমীন সিদ্দিকীর মেয়ে। সে মানিকগঞ্জ এস কে বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, শহরের পাখি প্লাজার নিজস্ব বাসায় দুই মেয়ে ও স্ত্রী নিয়ে জহির আমীন বসবাস করতেন। ভোরে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মেয়ে কবিতার মৃত্যু হয়েছে বলে পুলিশকে খবর দেয়া হয়।
ওসি আরও জানান, কবিতার মৃত্যু ছাদ থেকে নিচে পড়ে হয়েছে তা নিশ্চিত হওয়া গেলেও, সে আত্মহত্যা করেছে না কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
খোরশেদ/এফএ/আরআইপি