অপরিবর্তিতই থাকছে নিউজিল্যান্ডের পতাকা


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ২৫ মার্চ ২০১৬

নিউজিল্যান্ডে নতুন পতাকা নির্বাচনের জন্য অনুষ্ঠিত গণভোটে বর্তমান পতাকাকেই বেছে নিয়েছে অধিকাংশ মানুষ। ২০ লাখেরও বেশি মানুষ ওই ভোটে অংশ নেয়। ভোটে ৫৭ ভাগ ভোট পেয়েছে দেশটির বর্তমান পতাকা। আর নতুন পতাকা পেয়েছে ৪৩ ভাগ ভোট। ফলে আগের পতাকাই জনগণের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।
 
বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ১৯০২ সালের পর থেকে বর্তমান পতাকা ব্যবহার করছে নিউজিল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের পতাকার অনেক সাদৃশ্য থাকায় গত বছর পতাকা পরিবর্তনের জন্য নতুন পতাকার নকশা আহ্বান করা হয়। নতুন পতাকার জন্য প্রায় ১০ হাজার নকশা জমা পড়েছিল। ধারণা করা হয়েছিল নতুন পতাকাগুলো থেকে যে কোন একটি নির্বাচিত হবে। কিন্তু আগের পতাকাকেই বেশিরভাগ মানুষ নিজেদের পছন্দের তালিকায় রেখেছে।
 
এত নকশা জমা নেয়া আর গণভোটের আয়োজন বুঝি বৃথাই গেল। শেষ পর্যন্ত হয়তো নিউজিল্যান্ডের পতাকা অপরিবর্তিতই থেকে যাবে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।