ধোনির উপর চটেছেন যুবরাজের বাবা


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৭ মার্চ ২০১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে মোহালিতে মাঠে নামছে ভারত। তার আগেই ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপর চটেছেন যুবরাজ সিংয়ের বাবা জোগরাজ সিং। সাবেক এই ভারতীয় ক্রিকেটার তার ছেলেকে বোলিং করতে না দেয়া এবং ব্যাটিং অর্ডারে ঠিকমত না নামানোতেই ক্ষিপ্ত হয়েছেন ধোনির উপর।

জোগরাজ মিডডেতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সেরা অধিনায়ক অশোকের বিপক্ষে খেলেছি। আমি জানি, দুই বছর ক্রিকেট না খেলার পর হঠাৎ দলে ঢুকলে আপনাকে নিয়ে চারপাশে কি হয়; কিন্তু ধোনি তাকে গ্রহণ করে নিয়েছে দলে এবং বাংলাদেশের বিপক্ষে তাকে সাত নাম্বারে নামিয়েছে। এসব হচ্ছেটা কি? ধোনি কি প্রমাণ করতে চাচ্ছে?’

জোগরাজ ধোনিকে সাবধান করে দিয়েছেন তার ছেলেকে নিয়ে এমন খেলায় মেতে না উঠতে। যুবরাজ সাধারণত মিডল অর্ডারেই খেলতে পছন্দ করে, সেখানেই তাকে নামানোর তাগিদ দিলেন। ‘যখন বারবার অর্ডার পরিবর্তন হয়, তখন ব্যাটসম্যানের মনে নানা প্রশ্ন জাগে। সে নিজেকে প্রশ্ন করতে থাকে সে কি আদৌ দলে থাকার উপযুক্ত কি না। অধিনায়কের এসব বিষয় খেয়াল রাখা উচিত। যদি ধোনি তাকে পছন্দই না করে তাহলে নির্বাচকদের বলে দিক।’

জোগরাজ সিংয়ের ধোনিকে নিয়ে সমালোচনা নতুন নয়। ২০১৫ বিশ্বকাপেও যুবরাজ সিংয়ের বাবা ধোনির সমালোচনা করেছিলেন তিনি।

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।