জুনিয়র এশিয়া কাপ হকি

মালয়েশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ৩০ নভেম্বর ২০২৪

জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী মালয়েশিয়াকে রুখ দিয়ে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ। শনিবার ওমানের মাসকাটে বাংলাদেশ শুরুতে পিছিয়ে পড়েছিল।

ম্যাচে ফিরে বাংলাদেশ এক পর্যায়ে লিডও নিয়েছিল। শেষ পর্যন্ত এগিয়ে থাকাটা ধরে রাখতে পারেনি। এই ম্যাচ ড্র করায় তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে মওদুদুর রহমান শুভর শিষ্যরা।

দ্বিতীয় মিনিটেই মালয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন দানিয়াল। বাংলাদেশ ম্যাচে ফেরে ২৭ মিনিটে আমিরুলের পেনাল্টি কর্নার থেকে করা গোলে। ৩৬ মিনিটে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন হাসান। মালয়েশিয়া ম্যাচে সমতা আনে ৪০ মিনিটে নরিজামের গোলে।

বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে রোববার চীনের বিপক্ষে। ১০ দলের এই এশিয়া কাপের শীর্ষ ৭ দেশ পাবে যুব বিশ্বকাপের টিকিট। মালয়েশিয়ার কাছ থেকে এক পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের সম্ভাবনা এখনো বেঁচে আছে।

বাংলাদেশ প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল ৬-০ গোলে। ৭ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের শীর্ষে আছে মালয়েশিয়া, পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তিনে বাংলাদেশ, চারে চীন ও পাঁচে ওমান।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।