স্পন্সর পেলেন টেবিল টেনিস খেলোয়াড় জাভেদ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

ফুটবল, ক্রিকেটের বাইরে কোনো খেলোয়াড়ের ব্যক্তিগতভাবে স্পন্সর পাওয়া কঠিন। সে দিক দিয়ে টেবিল টেনিসের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জাভেদ আহমেদকে সৌভাগ্যবান বলা যেতেই পারে। তাকে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সফটওয়্যার কোম্পানি সেলিস।

জাভেদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে সেলিস। এই চুক্তির আওতায় সারা বছরে টেবিল টেনিস খেলায় ব্যবহৃত, বল, র্যাকেট, সু, নেট, টেবিলসহ নানা রকমের খেলার সরঞ্জাম পাচ্ছেন।

এছাড়া এই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীর মতো চাকরির সুবিধাও পাচ্ছেন। যেখানে এই প্রতিষ্ঠানের অন্য কর্মীদের মতোই সব রকমের চাকরিবিধির ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকছে জাভেদের জন্য।

পুরুষ এককে বর্তমানে র্যাঙ্কিংয়ে চারে আছেন জাভেদ। এমন একটি স্পনসর প্রতিষ্ঠানকে পাশে পেয়ে খুশি তিনি। জাভেদ বলেন, আমরা সাধারণত সরকার বা ফেডারেশন থেকে সেভাবে সুযোগ সুবিধা পাই না। যে কারণে খেলার মাঝ পথে হারিয়ে যায় অনেক প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু এমন স্পন্সর পেয়ে আমার ক্যারিয়ারটা আরও লম্বা করতে পারব। আমার পারফরম্যান্সেও উন্নতি হবে।

স্পনসর প্রতিষ্ঠানের কর্মকর্তা রেদোয়ান আহমেদ বলেন, সেলিস সবসময়ই বিশ্বাস করে যে খেলাধুলা শৃঙ্খলা, দলীয় কাজ এবং আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিশ্বাসের প্রতিফলন হিসেবে সেলিস গর্বের সঙ্গে ঘোষণা করছে যে তারা জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন জাভেদ আহমেদকে স্পন্সর করছে। এই অংশীদারিত্বের মাধ্যমে জাভেদের উচ্চ সাফল্য কামনা করছে সেলিস।

তিনি যোগ করেন, শুধু স্পনসর করাই নয়, সেলিস নিজেদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে খেলাধুলার সংস্কৃতি গড়ে তোলার প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য পূরণের জন্য জাভেদ প্রতিষ্ঠানটিতে কোচ হিসেবে কাজ করছেন। যেখানে তিনি এই প্রতিষ্ঠানের কর্মীদের টেবিল টেনিসের প্রতি আগ্রহী করতে সহযোগিতা করবেন।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।