গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় একি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি গুদামের মালামাল সম্পূর্ণরূপে পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম জানান, সন্ধ্যা ৭টার দিকে মিলগেট এলাকার মো. শফিকুল মিয়ার তুলার গুদামে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে তা পাশের আরো একটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গুদামে রাখা বিপুল পরিমাণ ঝুট মালামাল পুড়ে গেছে। বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম/এআরএ/আরআই