আত্মজীবনী আসছে আসিফের
বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিলো আত্মজীবনী লিখছেন সংগীতশিল্পী আসিফ আকবর। কিন্তু শেষপর্যন্ত আর তা বাজারে আসেনি। নতুন খবর হলো, এবার সত্যিই বই লিখে ফেলেছেন জনপ্রিয় এই গায়ক।
আসিফ নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি বলেছেন, ‘আমার আত্মজীবনী পড়তে কয়েক বছর ধরেই ভক্তরা আমাকে অনুরোধ করছেন। এ কথা প্রচারও হয়েছে যে অমুক মেলায় আমার বই বের হচ্ছে। সবাইকে জানাচ্ছি, আমার প্রথম প্রকাশিতব্য লেখা বই প্রায় গুছিয়ে এনেছি।’
জনপ্রিয় এই কণ্ঠশিল্পর প্রথম গ্রন্থের নাম রাখা হয়েছে ‘পোটকরা টু ম্যানহাটান’। তবে বইমেলায় নয়, তার আগেই কিংবা মেলার পরে পাঠকদের হাতে আসবে এটি।
লেখালেখি প্রসঙ্গে আসিফ বলেছেন, ‘সত্যি বলতে আমার মাথায় যা আসে তা-ই লিখছি এবং লিখবো। আমি পেশাদার লেখক নই। লেখার ব্যাকরণ জানি না। তাই লেখক হওয়ার কোনো আশঙ্কা নেই।’
তবে কবে নাগাদ বইটি প্রকাশ হবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এলএ/এমআরআই