মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস : ইতিবাচক ফলাফলের আশায় বাংলাদেশ
বিশ্বের টেলিকম সেক্টরের সবচেয়ে বড় সম্মেলন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের অংশগ্রহণকে এবার গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। স্পেনের বার্সেলোনায় চারদিনের এই কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দেশের এই প্রতিনিধি দলে টেলিযোগাযোগ বিভাগের সচিব ফজলুর রহমান চৌধুরী, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ তথ্যপ্রযুক্তি সেক্টরের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।
সোমবার থেকে এ কংগ্রেস শুরু হচ্ছে।
দেশের টেলিকম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সরকারি-বেসরকারি পর্যায়ে সংশ্লিষ্টরা জানান, এবারের কংগ্রেসে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর, জিএসএম চেয়ারম্যান, টেলিকম অপারেটর রবির মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ, বাংলালিংকের মূল কোম্পানি ভিম্পলকম, এরিকসনসহ প্রযুক্তি সেক্টরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারক পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে বাংলাদেশের প্রতিনিধি দলের।
এসব বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেক্টর নিয়ে প্রতিষ্ঠানগুলোর মনোভাব, ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগসহ দ্বিপাক্ষিক অনেক বিষয়েই অভিজ্ঞতা ও মত বিনিময় হবে বলে জানান তারা।
বিশেষজ্ঞরা বলছেন, এতো বড় একটি পরিসরে এই দ্বিপাক্ষিক বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ফলাফল তৈরি করবে।
কংগ্রেসের উদ্বোধনী দিনে ২ মার্চ বৈঠক হবে হুয়াইয়ে টেকনোলজিসের গর্ভমেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট ওয়াং চেংডং এর সাথে। একই দিনে এরিকসনের হেড অব ক্লাউড অ্যান্ড আইপি অ্যান্ডার্স লিন্ডব্লাড এর সাথে বৈঠক।
দ্বিতীয় দিন ৩ মার্চ টেলিনরের প্রেসিডেন্ট ও সিইও এবং জিএসএম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জন ফাড্রিক বাককাস এর সাথে বসবে প্রতিনিধি দল।
এদিন জেডটিইর মার্কেটিং ডিভিশনের প্রেসিডেন্ট জাং রেনজুন এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ওয়ে জেইসিং এর সাথেও সভা রয়েছে।
থাকছে টেলিকম অপারেটর রবির মূল কোম্পানি আজিয়াটা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রুপ সিইও দাতুশ্রী জামালউদ্দিন ইব্রাহিমের সাথে বৈঠক।
তৃতীয় দিন ৪ মার্চ টেলিকম অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিম্পলকমের সিইও জো লুন্ডার এর সাথে বৈঠকে বসবে পলকের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে জিএসএমএ এ কংগ্রেসের আয়োজন করলেও সরকার পর্যায়ের প্রতিনিধিরা গত কয়েক বছর থেকে অংশ নিচ্ছেন। বাংলাদেশের মন্ত্রী হিসেবে প্রথম এ কংগ্রেসে যোগ দেন রাজিউদ্দিন আহমেদ রাজু। এরপর সাহারা খাতুন এবং লতিফ সিদ্দিকী।
এআরএস/আরআইপি