ছোট হচ্ছে আইফোন

সম্প্রতি গ্রাহকের বড় পর্দার ডিভাইসের চাহিদার কথা মাথায় রেখে আইফোন সিক্স ও সিক্স প্লাস বাজারে এনেছে শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। অনেকেই ধারণা করেছিলেন, এর মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানটি ছোট পর্দার আইফোন উৎপাদন থেকে সরে আসতে পারে। কিন্তু এখনই ছোট পর্দার আইফোন উৎপাদন প্রতিষ্ঠানটি বন্ধ করছে না বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানায় তাইওয়ানের একটি সংবাদ মাধ্যম।
আগামী বছরের দ্বিতীয়ার্ধে ৪ ইঞ্চির আইফোন বাজারে আসছে বলেও প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন বিভাগের একাধিক সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদ মাধ্যমটি। ২০১০ সালে প্রতিষ্ঠানটি ৩ দশমিক ৪ ইঞ্চির আইফোন ফোর বাজারে আনে। কিন্তু বড় পর্দার মোবাইল ডিভাইসের চাহিদা বাড়তে থাকায় অ্যাপল সম্প্রতি ৪ দশমিক ৭ ও ৫ দশমিক ৫ ইঞ্চির দুটি ডিভাইস বাজারে আনে। ধারণা করা হচ্ছে, আইফোন সিক্স ও সিক্স প্লাসের চেয়ে উন্নত সেবা সংবলিত ডিভাইস বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এদিকে স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলোও বড় পর্দার মোবাইল ডিভাইস তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছে। তবে অ্যাপল বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার মোবাইল ডিভাইসের বাজারে আধিপত্য ধরে রাখতেই ৪ ইঞ্চির আইফোন বাজারে আনছে বলে জানা যায়।