শরণার্থীরাই বিয়ের দাওয়াতি


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০৭ আগস্ট ২০১৫

নিজেদের বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তুর্কি দম্পতি। হাজার হাজার অতিথির বদলে তারা নিজ হাতে আপ্যায়ন করলেন দেশটিতে আশ্রয় নেয়া ৪ হাজারের বেশি সিরীয় শরণার্থীকে।

চার বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলা গৃহযুদ্ধ লাখ লাখ মানুষকে করেছে গৃহহারা। নিজের প্রাণটিকে নিয়ে কোনো রকমে পালিয়ে বেঁচেছেন তারা। শুধু ঘর নয় দেশ ত্যাগী এসব মানুষের আশ্রয় দাতা পার্শ্ববর্তী তুরস্ক, জর্ডানসহ বেশ কয়েকটি দেশ।

সিরিয়া সীমান্ত সংলগ্ন তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কিলিস শহরেও রয়েছে একটি শরণার্থী শিবির যেখানে রয়েছে হাজার হাজার বাস্তুচ্যুত সিরীয়। তাদের সঙ্গেই অন্যরকম একটি দিন কাটালেন তুর্কি দম্পতি ফেতুল্লাহ উজুমসোগলু এবং এসরা পোলাত। আর সেজন্য যে দিনটিকে তারা বেছে নিয়েছেন নেটি হল তাদের বিয়ের দিন।

প্রায় ৪ হাজার শরণার্থীকে নিজ হাতে খাবার পরিবেশন করেন এই নব দম্পতি। খাবারের তালিকায় ছিল সিরিয়ার ঐতিহ্যবাহী `লেবেনিয়ে`। যা দই, মুরগি, চাল এবং মটরের ডল দিয়ে তৈরি। পরিবেশনের সময় বর-কনের গায়ে ছিল বিয়ের পোশাক। আর এই মহৎ এই আয়োজনটিতে সহায়তা করে আন্তর্জাতিক ত্রাণ সহায়তাকারী প্রতিষ্ঠান কিমসে ইয়ক মু।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।