স্টেডিয়াম ভাঙচুর

মেসি ও ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫
মেসি ও ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা/ ছবি: এনডিটিভি, ফেসবুক

 

ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে দেখতে শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু ভিআইপিদের ভিড়ে তাকে দেখতে না পেয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এসময় দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন মেসি। এ ঘটনায় আর্জেন্টাইন তারকা ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেছেন, আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সঙ্গে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। তারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সব ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

মমতা আরও জানান, আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

আরও পড়ুন>>
ভিআইপিদের ভিড়ে মেসিকে দেখতে না পেয়েই ক্ষেপে যান দর্শকেরা
মেসির কলকাতা সফর ঘিরে উন্মাদনায় ভাসছেন ভক্তরা
ঝটিকা সফরে কলকাতায় লিওনেল মেসি

এরপর ক্রীড়াপ্রেমীদের কাছে আবারও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

এর আগে, শনিবার নির্ধারিত সময়ে সল্টলেক স্টেডিয়ামে পৌঁছান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু আয়োজকসহ রাজ্যের মন্ত্রী এবং তাদের পরিবারের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান তিনি। মেসি মাঠে ঢোকার পর থেকেই তার আশপাশে ছিল ব্যাপক ভিড়।

এসময় মেসি হাসিমুখে দর্শকদের দিকে হাতও নেড়েছিলেন। কিন্তু গ্যালারিতে থাকা ভক্তরা সেটা দেখতে পাননি। শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি। মাঠে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা দর্শকদের শান্ত করার চেষ্টা করলেও কাজ হয়নি। এই পরিস্থিতিতে মাঠ ছেড়ে বেরিয়ে যান লিওনেল মেসি। মাত্র ২৩ মিনিট মাঠে ছিলেন তিনি।

মেসি মাঠ ছাড়তেই অগ্নিগর্ভে রূপ নেয় সল্টলেক স্টেডিয়াম। দর্শকেরা চেয়ার ভেঙে পুলিশকে লক্ষ্য করে ছুড়তে থাকে। শুরু হয় পানির বোতলের বৃষ্টি। আবার বেশ কিছু দর্শক স্টেডিয়ামের ভেতরে দর্শক আসনের সোফায় আগুন ধরিয়ে দেয়। পুলিশি তৎপরতায় সঙ্গে সঙ্গে নেভানো হয় আগুন। এরপর দর্শকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

এই ঘটনায় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে আটক করেছে পুলিশ।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।