মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান বরখাস্ত


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৩ আগস্ট ২০১৫

মিয়ানমারের ক্ষমতাসীন দল ইউনিয়ন সোলিডারিটি অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (ইউএসডিপি) চেয়ারম্যান শিউ ম্যানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা বুধবার রাত থেকে দলটির প্রধান কার্যালয় ঘিরে রেখেছে। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির নির্বাচনের তিন মাস আগে প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বের কারণে ক্ষমতাচ্যূত হলেন ক্ষমতাসীন ইউএসডিপি দলের প্রধান এই নেতা। দেশটির দীর্ঘদিন নির্বাসনে থাকা বিরোধীদলীয় নেতা অং সান সু কির সঙ্গে শিউ ম্যানের জোট গঠনের গুঞ্জনের পর এ পদক্ষেপ নেয়া হলো।

চলতি বছরের নভেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গে সিউ মানের বিরোধের জের ধরে তাকে দলটির চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হলো।

এদিকে এ ঘটনার পর বুধবার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহকারী মাউং মায়ুংকে দলটির জেনারেল সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।