গণভোটে বলিভিয়ার প্রেসিডেন্ট মোরালেসের হার


প্রকাশিত: ০৩:২৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস চতুর্থবারের মত প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য অনুমতি চেয়ে আয়োজিত গণভোটে সামান্য ব্যবধানে হেরে গেছেন বলে বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে। সূত্র বিবিসির।

একটি জরিপে দেখা গেছে সংবিধান সংশোধনের জন্য আয়োজিত এই গণভোটে মোরালেসের বিপক্ষে ৫২.৩ শতাংশ ভোট পড়েছে। অন্য একটি জরিপ বলছে এই হার ৫১%।

বলিভিয়ার আয়মারা আদিবাসী গোষ্ঠীর সদস্য ও সাবেক কোকো পাতা উত্পাদক মোরালেস ২০০৬ সালের জানুয়ারিতে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালে তার বর্তমান মেয়াদ শেষ হবে।

Evo-Morales

রোববারের গণভোট তার পক্ষে গেলে তিনি ২০১৯ সালের নির্বাচনে আরো ছয় বছর মেয়াদের জন্য লড়তে পারতেন।

বলিভিয়ায় তিনি ব্যাপক জনপ্রিয়। মোরালেসের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে ৫ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট আলবারো গার্সিয়া লিনেরা জনগণকে সরকারি ফলাফলের জন্য অপেক্ষার আহ্বান জানিয়েছেন।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।