বিদ্যুতের তারে জড়িয়ে চোরের মৃত্যু
রাজশাহীর বাঘায় গরুর গোয়ালে বিদ্যুতের ফাঁদে পড়ে রিংকু (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিংকু ওই উপজেলার হরিনা এলাকার হেলালুদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, সোমবার রাতে রিংকু প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় গোয়াল ঘরে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঙ্গলবার ভোরে জাহাঙ্গীরের বাড়ির লোকজন রিংকুর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা জানান, এর আগেও তাদের বাসায় দুটি ছাগল চুরির ঘটনা ঘটে। এ কারণে তারা গরুর গোয়ালে বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন।
এ ব্যাপারে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান এই কর্মকর্তা।
শাহরিয়ার অনতু/এফএ/এসএস/পিআর