ফিরে গেলেন তামিম-সৌম্য
টস জিতেছে ভারত। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। সাড়ে ৯টায় শুরু হয়ে গেছে এশিয়া কাপের শিরোপা লড়াই। বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমেছেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
প্রথম ওভারেই বল করতে আসেন রবিচন্দ্র অশ্বিন। এই ওভার থেকে দুই ব্যাটসম্যান রান নেন ৫টি। একটি বাউন্ডারি। দ্বিতীয় ওভারের প্রথম বলেও এলো বাউন্ডারি। শুরুতে কিছুটা সতর্ক হলেও দুই ওপেনার হাত খুলতে শুরু করেন তৃতীয় ওভার থেকেই। দু’জন মিলে চার ওভারে গড়ে ফেলেন ২৭ রানের জুটি।
অবশেষে চতুর্থ ওভারের শেষ বলে আউট হয়ে গেলেন ওপেনার সৌম্য সরকার। ৯ বলে ৩ বাউন্ডারিতে ১৪ রান করেন তিনি। আশিস নেহরার বলে হার্দিক পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য।
এ রিপোর্ট লেখার সময় ৪ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেট হারিয়ে ২৭। তামিম ১২ এবং সাব্বির রহমান ১ রানে।
আইএইচএস/এবিএস