সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ জামিনে মুক্ত


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৭ মার্চ ২০১৬

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। রোববার সিলেট মহানগর হাকিম আদালত-৩ এর বিচারক মামুনুর রশীদ তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর উপ-শহরস্থ স্প্রিং টাওয়ারের বাসা থেকে সাঈদ আহমদকে আটক করে র‌্যাব-৯ এর একটি দল। প্রথমে অস্বীকার করলেও পরে রাত ৯টার দিকে সাইদকে আটকের কথা স্বীকার করে র‌্যাব। পরে তাকে পুলিশ অ্যাসল্টের একটি মামলায় আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়।

রোববার মহানগর হাকিম তৃতীয় আদালতে সাঈদের জামিন প্রার্থনা করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশীদ তার জামিন মঞ্জুর করেন।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।