ধর্ষকদের বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল বাকৃবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৯ মার্চ ২০২৫

মাগুরায় শিশু আছিয়াসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ধর্ষকদের ফাঁসি ও তাদের সুষ্ঠু বিচারের দাবিতে তারা এ বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা ক্যাম্পাসের জব্বারের মোড় থেকে মিছিল শুরু করে উপাচার্যের বাসভবন, কৃষি কন্যা হল ও কে আর মার্কেট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে এসে শেষ করেন। এতে প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা ‘আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর’, ‘আমার বোনের কান্না আর না, আর না’, ‘আমার বোন ধর্ষিত কেন? ইন্টারিম জবাব চাই’, ‘ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের শাস্তি মৃত্যু, মৃত্য’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলাদেশে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মেজবাউল হক নামে এক শিক্ষার্থী বলেন, ‘মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ৬ মার্চ, বৃহস্পতিবারের। এ ধরনের বর্বরতা, নিষ্ঠুরতা- মধ্যযুগীয় কায়দায় একজন শিশুকে ধর্ষণ করা কল্পনাতীত। ধর্ষকের বিচারের দাবিতে আজ আমরা একত্রিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বলব, এর এমন বিচার করতে হবে যেন বাংলার জমিনে আর কোনো ব্যক্তি এমন হীন কাজ করতে সাহস না পায়। আমাদের মা ও বোনদের নিরাপত্তার জন্য যদি কোনো আইন সংস্কার করতে হয়, অন্তর্বর্তী সরকারকে সেই আইনও বাস্তবায়ন করতে হবে।’

আসিফ ইকবাল/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।