মাগুরায় শিশু ধর্ষণ
ভুক্তভোগীর পাশে চিকিৎসক ঐক্য পরিষদ, সমাবেশের ডাক
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের সেই শিশুর পাশে দাঁড়িয়েছে চিকিৎসক ঐক্য পরিষদ। শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়েট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ভুক্তভোগী শিশুকে দেখতে যান সংগঠনের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী ও যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. ওবায়েদ।
এসময় চিকিৎসক ঐক্য পরিষদের নেতারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তারা ভুক্তভোগীর ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সহায়তাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তারা নৃশংস এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আরও পড়ুন
- মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুকে সিএমএইচে নেওয়া হলো
- মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার আরও অবনতি
- মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দুলাভাই-তালই আটক
এদিকে, শনিবার বিকেলে চিকিৎসক ঐক্য পরিষদের জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢাকা) শহীদ ডা. মিলন চত্বরে ‘সর্বস্তরের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নিয়ে চিকিৎসক ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে মেডিকেল সংগঠন এবং চিকিৎসকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ঐক্য পরিষদের নেতারা।
এএএইচ/ইএ