বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৯ মার্চ ২০২৫

বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৪ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)। তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, রাশেদ মোবাইলে পরিচয় হওয়া এক কিশোরীর সঙ্গে গড়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে তিনি ফোনে কিশোরীটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। রাশেদের কথায় পরদিন কিশোরীটি আমিরাবাদ এলাকায় পৌঁছালে রাশেদ ফোনে তার দেরি হবে বলে জানান। কাজীর কাছে যাওয়ার কথা বলে কিশোরীকে পাহাড়ি পথে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে যান। সেখানে দণ্ডিতরা পালাক্রমে ধর্ষণ করেন। পরে কিশোরীটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে ধর্ষক রাশেদ, কায়ছার ও ওমর ফারুককে আটক করা হয়। পরে কিশোরীটি বাদী হয়ে বান্দরবান থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ ইসমাইল জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে পুলিশি হেফাজতে থাকা মো. কায়ছারকে কারাগারে পাঠিয়েছেন।

নয়ন চক্রবর্তী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।