চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১১:৫৭ এএম, ১১ মার্চ ২০২৫

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) বিকেলে ১৫ বছর বয়সী অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেন।

গ্রেফতার ওই কিশোরের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার পইলতাডাঙা গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভুট্টাখেতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার পরীক্ষা সম্পন্ন হয়েছে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান জানান, ঘটনার দিন সকালে অভিযুক্ত কিশোর ভুক্তভোগী শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা করেছেন।

ওসি আরও জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।