চট্টগ্রাম

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১১ মার্চ ২০২৫

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় পৌর সদরের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বুড়ি পুকুর পাড় এলাকা প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে শেষ হয়। মিছিল ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আরও পড়ুন

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো টালবাহানা শুনতে চাই না। আজ দেশে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। অপরাধীদের বিচার নিশ্চিত করতে না পারলে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।

এ সময় বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটি বোয়ালখালী শাখার নাজমুস সাকিব তামিম, ছাত্র প্রতিনিধি ওবাইদুল মোস্তফা মো. মাহির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ফয়সাল রাইহান, আরিফুর ইসলাম, মহানগর সংগঠক নিবরাস বিন, ছাত্রপ্রতিনিধি সানজিদা, সাইমা ও সাথী।

এমডিআইএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।