গাজায় গণহত্যা

প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রম বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৭ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলের নৃশংসতা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন (জাবি)। ফলে আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবিতে দাপ্তরিক সব কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ সোমবার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে। তবে এদিন ঈদের ছুটির আওতায় থাকায় জাবিতে ৮ এপ্রিল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়, গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শীর্ষক শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ৭ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে। আর ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।

সৈকত ইসলাম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।