শাবিপ্রবিতে ‘মাত্রাতিরিক্ত’ ভর্তি ফি, ছাত্রদল-শিবিরের বিবৃতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১১ এপ্রিল ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন। এতে ভর্তির জন্য সুযোগপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ফি হিসেবে ১৭ হাজার টাকা নিয়ে আসতে বলা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সমালোচনা করছেন। এবারের ভর্তিতে ‘মাত্রাতিরিক্ত’ ফি নিচ্ছে বলে অনেকে মন্তব্য করছেন।

বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তির জন্য ফি বাবদ ১৭ হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার্থীর ব্লাড-গ্রুপের যথোপযুক্ত প্রমাণপত্র নিয়ে আসতে হবে। সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ডাকা হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমালোচনা করেছেন এবং দ্রুত ফি কমানোর দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ভর্তির জন্য নির্ধারিত ১৭ হাজার টাকা ফি অযৌক্তিক ও সাধারণ শিক্ষার্থীর সাধ্যের বাইরে। পূর্বে ফি কমানোর আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয় নি। আমরা দাবি জানাই, অবিলম্বে এ ফি কমিয়ে সহনীয় পর্যায়ে আনা হোক। অন্যথায় আমরা রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাওসহ ভর্তি কার্যক্রম বন্ধ রাখার কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে ফি আরেকটু কমিয়ে নিয়ে আসলে ভালো হয়। এ বিষয়ে পুনরায় পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভর্তি কমিটি সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত ফি কে অযৌক্তিক আখ্যা দিয়ে দ্রুত ফি কমানোর দাবি জানিয়েছে শাবিপ্রবি শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।

ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। আমরা লক্ষ্য করে দেখছি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাত্রাতিরিক্ত ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। যা অনেক সাধারণ শিক্ষার্থীর সাধ্যের বাহিরে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ অযৌক্তিক ফি নির্ধারণের জন্য তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানাচ্ছে এবং দ্রুত সময়ের ভিতরে এ অযৌক্তিক ফি কমিয়ে আনার দাবি জানাচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ভর্তি ফি মাত্রাতিরিক্ত উল্লেখ করে নতুন করে যৌক্তিক ও গ্রহণযোগ্য ভর্তি ফি নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে। গত সেশনে গুচ্ছ পদ্ধতিতে থাকাকালীন ভর্তি ফি-র চেয়ে এবছর ভর্তি ফি খুবই নগণ্য পরিমাণ কমানো হয়েছে কিন্তু সেটিও গুচ্ছ পদ্ধতির পূর্ববর্তী সময়ের ভর্তি ফি-র চেয়ে দ্বিগুণেরও বেশি, যা পরিশোধ করা অধিকাংশ শিক্ষার্থীর সাধ্যের বাইরে। গত কয়েক বছরের মাঝে ভর্তি ফি অস্বাভাবিক বৃদ্ধি করা কোনভাবেই যৌক্তিক হতে পারে না।

মাত্রাতিরিক্ত ভর্তি ফি নির্ধারণের নিন্দা জানিয়ে শাখা শিবির সভাপতি তারেক মনোয়ার এবং সেক্রেটারি মাসুদ রানা তুহিন এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করে দেওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অযৌক্তিক ভর্তি ফি উচ্চশিক্ষার পথকে কঠিন করে তুলবে। ইতিপূর্বেও আমরা শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস তৈরির লক্ষ্যে উপাচার্য মহোদয়ের নিকট ৫২ দফা সংবলিত স্মারকলিপি প্রদান করে ভর্তি ফি সংস্কারের দাবি জানিয়েছি। তাই আমরা দ্রুত সময়ের মাঝে নতুন করে যৌক্তিক ও গ্রহণযোগ্য ভর্তি ফি নির্ধারণের দাবি জানাচ্ছি।

ভর্তি ফি এর বিষয়ে জানতে চাইলে শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র থাকা ও ভর্তি সংক্রান্ত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করে এ ফি নির্ধারণ করা হয়েছে। এটি প্রশাসনের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফি কমানোর সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ফি কমানোর কোনো সুযোগ নেই।

এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুক বলেন, এ বিষয়ে উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নয়। ভর্তি ফি ১৭ হাজার হয়েছে এটা আমার সিদ্ধান্ত নয়, এটা প্রশাসনের সঙ্গে আলাপ করে নির্ধারণ করা হয়েছে।

নাঈম আহমদ শুভ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।