শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ১৫ এপ্রিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১২ এপ্রিল ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে মঙ্গলবার (১৫ এপ্রিল)।

শনিবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ তিন দিন ভর্তি কার্যক্রম চলবে। ১৫ ও ১৬ এপ্রিল ‘এ’ ইউনিটের এবং ১৭ এপ্রিল ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। এরইমধ্যে মেরিট লিস্ট অনুযায়ী শিক্ষার্থীদের ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।’

ভর্তি সম্পন্ন করতে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছয়টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) সঙ্গে নিয়ে আসতে হবে, ভর্তির জন্য ফি বাবদ ১৪৯০০ টাকা (পুননির্ধারিত) সঙ্গে নিয়ে আসতে হবে, পরীক্ষার্থীর ব্লাড-গ্রুপের যথোপযুক্ত প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে, সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ডাকা হবে, একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধু সাবজেক্ট পরিবর্তন হবে এবং পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না।

নাঈম আহমদ শুভ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।