কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৬ এপ্রিল ২০২৫
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন চবি শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ মিছিল হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কুয়েট তোমার ভয় নাই, জুলাই আমরা ভুলি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসে প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যেহেতু কুয়েট উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, বিদুৎ পানি বন্ধ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছেন এবং তাদেরকে মামলার ইন্ধন ও বহিষ্কার করেছেন, সেহেতু আমরা ৬ দফা থেকে এক দফা ঘোষণা করছি৷ কুয়েট উপাচার্যের পদত্যাগ আমাদের একমাত্র দাবি। আমরা কুয়েট শিক্ষার্থীদের এই ঘোষণাপত্রের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

ছাত্রশিবির চবি শাখার কলেজ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলন করেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কুয়েট উপাচার্যের কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। অতীতে যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় তারা পালাতে বাধ্য হয়েছে। আর শিক্ষাঙ্গনে যেই উপাচার্যের নিকট শিক্ষার্থীরা নিরাপদ নয়, সেই উপাচার্যকে পদত্যাগ করতেই হবে।

আহমেদ জুনাইদ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।