কুয়েটের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ঢাবিতে সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি এবং তার কুশপত্তিলিকা দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

সোমবার (২১ এপ্রিল) রাত ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা।

আরও পড়ুন:

সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনে ব্যর্থ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী জাহেদুর রহমান বলেন, ৫ আগস্টের আগে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদের ওপর হামলা করা হলে প্রশাসন নীরব ভূমিকা পালন করতো। এখনও যদি সেই অবস্থা বজায় থাকে তাহলে বুঝবো অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অনশনে বসা শিক্ষার্থীদের কথা শোনার আহ্বান জানিয়ে জাহিদুর বলেন, অনশনে বসা আমার ভায়েরা কী বলতে চায় তা আপনারা শুনুন। শহীদের রক্তের ওপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনারা স্বৈরাচারি হাসিনার মতো আচরণ করবেন না।

এফএআর/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।