কুয়েটের সঙ্গে সংহতি জানিয়ে প্রতীকী অনশনে শেকৃবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান একদফার প্রতি সংহতি জানিয়ে প্রতীকী অনশনে বসেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে বেলা সাড়ে ১১টা থেকে এই অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্লাস পরীক্ষাও বর্জন করেছেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

প্রতীকী অনশনে বসা শেকৃবি শিক্ষার্থী কাজী নাফিস সোয়াদ বলেন, আজ আমরা প্রতীকী অনশনে বসেছি। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। কুয়েটের শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে। আমরা এমন শিক্ষাপ্রতিষ্ঠান চাই যেখানে ন্যায়বিচার, স্বচ্ছতা এবং জবাবদিহি থাকবে। কুয়েট উপাচার্যের সিদ্ধান্ত ও প্রশাসনিক দুর্বলতা শিক্ষার্থীদের ওপর যে চাপ সৃষ্টি করেছে, তা আর মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, তারা শিক্ষার্থীদের কণ্ঠকে বারবার দমন করতে চেয়েছে। আজকের এই অনশন সেই দমন-পীড়নের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ। আমাদের কথা একটাই কুয়েট শিক্ষার্থীদের দাবি অতি দ্রুত মেনে নিতে হবে।

সাইদ আহম্মদ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।