কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে অনশনে জাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে বিকেল তিনটার মধ্যে উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ সংলগ্ন মহুয়া মঞ্চে এই কর্মসূচি পালন করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, সেখানে ৮ জন শিক্ষার্থী অনশনে বসেছেন। আজ বিকেল তিনটার মধ্যে ভিসির অপসারণ না হলে সারাদেশে কঠোর কর্মসূচি দেবেন বলে জানান তারা।

অনশনকারীদের একজন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে বসেছি। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে, কিন্তু এখনও ইন্টেরিমের ঘুম ভাঙছে না। লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসা ইন্টেরিম শিক্ষার্থীদের সঙ্গে গাদ্দারি করছে। আমরা স্পষ্ট ভাষায় জোরালোভাবে বলতে চাই, বিকেল ৩টার মধ্যে কুয়েটের দলকানা ভিসি মাছুদকে না সরালে আমরা সারাদেশে ব্লকেড কর্মসূচি দেবো এবং ঢাকা- আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবো।

সৈকত ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।