কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনে শাবিপ্রবির ৩ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশনে বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা অনশনে বসেন। কুয়েট উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানানা।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার আহ্বায়ক পলাশ বখতিয়ার, সদস্যসচিব হাফিজুল ইসলাম ও যুগ্ম সদস্যসচিব রাশিদ আবরার।

অনশনরত পলাশ বখতিয়ার বলেন, কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে আমার ভাইবোনেরা অনশন করছেন। ৪৮ ঘণ্টা হয়ে যাচ্ছে তারা পানি পর্যন্ত খাচ্ছেন না। তাদের দাবি এখনো মেনে নেওয়া হচ্ছে না। উপাচার্য নাকি বলছেন, ‘মেজরিটি (অধিকাংশ) ছাত্ররা তার পক্ষে আছে। যারা অনশন করছে তারা মেজরিটি না।’ আমি মনে করি, শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। এ দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা অনশনে বসেছি। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

নাঈম আহমদ শুভ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।