ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিইএ’র পরিচালকের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ১০:৪৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৫
ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন আইডিইএ’র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আইডিইএ’র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং।

সোমবার (২৮ এপ্রিল) উপাচার্যের প্রশাসনিক কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন লিনা রিকিলা তামাং।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরেন আইডিইএ’র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইডিইএ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বলেও জানান লিনা। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে বলে মত দেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও ডেমোক্রেসি ল্যাব সম্পর্কে আইডিইএ’র পরিচালককে অবহিত করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ করার আগ্রহকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।