বরিশাল বিশ্ববিদ্যালয়

রেজিস্ট্রারের অফিস তালাবদ্ধ করায় ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামের কার্যালয় তালাবদ্ধ করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৭ এপ্রিল) দিনগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় জিডি করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন।

এর আগে একইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামের কুশপুতুল দাহ করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে রেজিস্ট্রারের অপসারণসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

জিডির বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, ‌‘বিগত ফ্যাসিবাদী আমলেও এমন যৌক্তিক আন্দোলন হামলা-মামলা দিয়ে দমন করা হতো। এখনো আমরা দেখছি আমাদের উপাচার্য আন্দোলন দমন করতে ফ্যাসিবাদের ন্যায় মামালা দিয়ে যৌক্তিক আন্দোলন দমন করতে চাচ্ছেন। এসব করে উপাচার্য ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম করতে চান, যা এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে করতে দেওয়া হবে না। এসব করে আমাদের যৌক্তিক আন্দোলন থামানো যাবে না।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রেজিস্ট্রারের কক্ষ তালাবদ্ধ করে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমার পক্ষ থেকে জিডি করা হয়েছে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে ফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।

শাওন খান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।