ইসলামী বিশ্ববিদ্যালয়ে শ্রমিকদের নিয়ে তরমুজ উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০১ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রমিকদের জন্য স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসবের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তাদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও তাদের মৌসুমি ফল তরমুজ বিতরণ করা হয়। এর আগে তাদের নিয়ে হাঁড়িভাঙা খেলার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মণ্ডল, ইয়াসিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন, সাজ্জাতুল্লাহ শেখ, ইসমাইল রাহাত ও আব্দুল্লাহ নোমান প্রমুখ।

এসময় সমন্বয়ক এস এম সুইট বলেন, শ্রমিক কৃষকরা আমাদের দেশের মূল স্টেক হোল্ডার। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বড়ো ভূমিকা পালন করে। কিন্তু দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে এ শ্রমিক শ্রেণির মানুষদের তেমন স্বীকৃতি দেওয়া হয় না। জুলাই গণঅভ্যুত্থানেও শ্রমিকদের অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমারা বিভিন্ন দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানাই।

উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা এখনো শ্রমিক এবং মালিকের পার্থক্য ঘুচাতে পারিনি। পৃথিবীর শোষিত মানুষের অধিকার আদায়ে শ্রমিক শ্রেণি সবসময় আন্দোলন করে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।