চবির শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন শিক্ষার্থীরা

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাজধানীর শাহবাগে জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি হাতে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান শতাধিক শিক্ষার্থী। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের দেশপ্রেম ও জাগ্রতবোধ থেকে জাতীয় সংগীতের অবমাননার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেসব উগ্র গোষ্ঠী এ ধরনের কার্যকলাপে জড়িত অনতিবিলম্বে এগুলো বন্ধ করুন। অন্যথায় সাধারণ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে বাধ্য হবো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্রান্ড সোসাইটির সাধারণ সম্পাদক সিফাত আহমেদ বলেন, একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে জাতীয় সংগীত। কেউ যদি এটা নিয়ে বিরূপ মন্তব্য করে তাহলে অবশ্যই আমরা এর বিরুদ্ধে আবস্থান নেবো। আমরা দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে আজকের কর্মসূচি পালন করেছি।

আহমেদ জুনাইদ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।