‘আবু সাঈদ হত্যার বিচারে মানববন্ধন করতে হয় এটা লজ্জার’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৫ মে ২০২৫

‘আবু সাঈদের ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু তার হত্যার বিচারের জন্য মানববন্ধন করতে হয় এটা লজ্জার। যার রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠন করল, সেই সরকার আবু সাঈদ হত্যার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।’

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হাসান।

আবু হাসান বলেন, কি কারণে আবু সাঈদ হত্যার আসামিরা বাইরে থাকেন। প্রয়োজনে আইনের সংস্কার করুন, তবুও আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন।

মানববন্ধনে আবু সাঈদের বোন সুইটি আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সদস্য সচিব রহমত আলী, বেরোবি সমন্বয়ক শামসুর রহমান সুমন, সমন্বয়ক এস এম আশিকসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফারহান সাদিক সাজু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।