চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ছাত্রদলের ৫ দফা দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৮ মে ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু ও নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। রোববার (১৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতারের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আবাসিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীদের মাত্র ১৮ শতাংশের জন্য আবাসন সুবিধা রয়েছে। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে অস্বাস্থ্যকর, ব্যয়বহুল এবং নিরাপত্তাহীন পরিবেশে দিন কাটাতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সেখানে পাঁচটি দাবি তুলে ধরা হয়েছে। এগুলো হলো, শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসনের নিশ্চয়তা দিতে দীর্ঘমেয়াদী নতুন হল নির্মাণ, স্বল্পমেয়াদে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালু, পুরনো হলগুলোর সংস্কার ও ধারণক্ষমতা বৃদ্ধি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতার দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তা পর্যালোচনা করার আশ্বাস দেন।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, শিক্ষার্থীরা দিনের পর দিন আবাসিক সংকটে ভুগছে। আমরা চাই প্রশাসন দ্রুত নতুন হল নির্মাণ করুক এবং এর মধ্যবর্তী সময়ে শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু করুক।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আবাসন সংকট শিক্ষার্থীদের প্রাণের দাবি। অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হওয়া শিক্ষার্থীদের জন্য প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। দাবিগুলো মানা না হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।

আহমেদ জুনাইদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।