ঢাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী সাম্য ভাস্কর্য’ নির্মাণের উদ্যোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২০ মে ২০২৫
ফ্যাসিবাদবিরোধী সাম্য ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ফ্যাসিবাদবিরোধী সাম্য ভাস্কর্য’ নির্মাণের উদ্যোগ নিয়েছে ছাত্রদলসহ কয়েকটি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এফ রহমান হলের ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তার স্মৃতি সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন সড়কের পাশে ভাস্কর্যটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সাহিত্য সম্পাদক জুলফিকার জিসান হায়াত, এনসিপি নেতা তুহিন খান, বিপ্লবী ছাত্রমৈত্রীর অর্থ সম্পাদক নুজিয়া হাসিন রাশা, ছাত্র ফেডারেশন নেতা মোজাম্মেল হক, ছাত্রদল নেতা আবিদুর রহমান মিশু, সাকিব বিশ্বাস, তানভীর আল হাদী মায়েদ, ফেরদৌস সিদ্দিক সায়মন প্রমুখ।

আরও পড়ুন

এ বিষয়ে ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ বলেন, ১৩ মে দিনগত রাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাম্যের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই আমরা এই ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছি। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা সাম্য এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। কিন্তু তাকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সাম্যের ভাস্কর্য প্রজন্মের কাছে তার ত্যাগ আর প্রাপ্তির ফারাকটুকু প্রকাশ করবে।

সাম্য হত্যার পর থেকে ছাত্রদলসহ কয়েকটি ছাত্র সংগঠন এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়ে আসছে।

গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের কালীবাড়ি সংলগ্ন স্থানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এফএআর/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।