ঢাবিতে শিবিরের উদ্যোগে ডাকসুর গঠনতন্ত্র বিতরণ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ এএম, ০৩ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সংশোধিত গঠনতন্ত্র অনুবাদ করে বিতরণ করেছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গঠনতন্ত্রটি হল প্রতিনিধিদের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতারা।

হল প্রতিনিধিরা গঠনতন্ত্রের কপি গ্রহণ করে তাদের নিজ নিজ হলে শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করবেন। অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মাঝেও গঠনতন্ত্রের কপি বিতরণ করা হয়।

এ বিষয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, ডাকসু দেশের ছাত্ররাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর গঠনতন্ত্র ছাত্রসমাজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। গঠনতন্ত্রের অনূদিত সংস্করণটি ছাত্রদের উপযোগী ভাষায় প্রণয়ন করা হয়েছে, যাতে তারা সহজেই এর মূল বিষয়বস্তু ও কাঠামো বুঝতে পারেন।

এফএআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।