রাকসু নির্বাচনের তফসিল দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২১ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ঘোষণা ও বাস্তবায়নের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি শুরু হয়।

রাকসু নির্বাচন তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীদের সংগঠন রাবি স্টুডেন্টস অ্যালায়েন্স।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, রাকসু রাকসু’, ‘সিন্ডিকেটের কালো হাত, গুঁড়িয়ে দাও’, ‘রাকসু আমার অধিকার, না দিলে গদি ধর’ এসব দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ঘোষণা ও বাস্তবায়নের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন দায়িত্ব নেন তখন তিনি জানান পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব নেওয়ার প্রায় এক বছর হয়ে গেলেও রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা শুরু করেছে। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনৈতিক দলগুলোর বাধার মুখে তারা রাকসু আটকিয়ে দিতে তৎপর। শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু আদায় করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা।

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম রেজা বলেন, বারবার রাকসুর তফসিল ঘোষণার তারিখ দিয়েও দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের আর আস্থা নেই। তাই আমরা রাকসু বাস্তবায়নের এক দফা দাবি নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। রাকসুর তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে।

মনির হোসেন মাহিন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।