ঢাবিতে জুলাই স্মৃতি পাঠাগার উদ্বোধন
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদসহ সব জুলাইযোদ্ধাদের বীরোচিত আত্মত্যাগকে স্মরণীয় করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের অতিথি কক্ষে জুলাই স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) হল মসজিদে জুমার নামাজের পর এ পাঠাগার উদ্বোধন করা হয়। পাঠাগারটি উদ্বোধন করেন স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক সুপণ।
জানা যায়, হল শিবিরের নেতাকর্মীদের উদ্যোগে এ পাঠাগার স্থাপন করা হয়েছে। তাছাড়া উদ্বোধনের সময় ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান শিবিরের কেন্দ্রীয় ও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমকে ও উপস্থিত থাকতে দেখা যায়।

এর আগে জুমা, গত ১৩ মে (মঙ্গলবার) মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঢাবি ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফেরাত কামনায় তার সহপাঠীদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মনজুরুল ইসলাম এ দোয়া পরিচালনা করেন।
পাঠাগার উদ্বোধনের পর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার সময় প্রাধ্যক্ষ ড.কাজী মাহফুজুল হক সুপণ এ উদ্যোগের প্রশংসা করেন ও ছাত্র সংগঠনগুলো কতৃর্ক এ ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রতি উৎসাহ দেন।
এ প্রসঙ্গে স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বাইরে থেকে আসা আমাদের শুভাকাঙ্ক্ষীদের আমরা অনেক সময় অতিথি কক্ষে অপেক্ষা করতে বলি বা আমরা নিজেরা যখন সেখানে বিশ্রাম নেই তখন অযথা বসে না থেকে সময়টা কাজে লাগাতে পারি।
এফএআর/এমআরএম/এএসএম