এক সপ্তাহে গণতান্ত্রিক ছাত্রসংসদের তিন নেতার পদত্যাগ

গত এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ৩ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে এক জন দলটির কেন্দ্রীয় নেতা ও বাকি দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সদস্য ছিলেন।

শনিবার (২ আগস্ট) সর্বশেষ পদত্যাগের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী।

তিনি পদত্যাগের কারণ সম্পর্কে বলেন, ‘সংগঠনের নেতৃত্ব মন্ত্রী পাড়াকে সংগঠনের মূল অফিস বানিয়ে রেখেছে। তারা জাতীয় স্বার্থবিরোধী প্রতিষ্ঠানগুলোর কাছে জুলাই চেতনা বিক্রি করে দিয়েছে। একটি প্রতিষ্ঠানের সহায়তায় অনুষ্ঠান আয়োজিত হওয়া ও অর্থনৈতিক সহযোগিতা নেওয়ার মাধ্যমে সংগঠনের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়েছে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নাম করে তাদের পূর্বের সংগঠন ‘ছাত্রশক্তি কোরাম’ তৈরি করে সব মৌলিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বের ভার নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছে। এতে সাধারণ সদস্য ও কর্মীদের মতামত বা অংশগ্রহণ উপেক্ষিত থেকে যাচ্ছে। এই কোরামভিত্তিক ছাত্র রাজনীতি প্রকৃতপক্ষে স্বৈরাচারী প্রবণতার পরিচায়ক এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থি।

তিনি আরও বলেন, জুলাইকে রীতিমতো তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে। তাদের জন্যই ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে ক্রেডিট-ক্রেডিট খেলার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এই অভ্যুত্থান শুধু দলেরই নয় বরং কিছু নির্দিষ্ট নেতারাও তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে। আমি মনে করি তাদের মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের চরম বিকৃতি ঘটছে।

এর আগে শুক্রবার (১ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে বাগছাসে ‘কোরামের’ কথা উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন সংগঠনটির ঢাবি শাখার সদস্য সানি সরকার।

তিনি বলেন, মাত্র কয়েক মাস হওয়া একটা ছোট ছাত্রসংগঠন যেখানে কর্মীর থেকে কোরামই বেশি। যে জুলাই কেন্দ্র করে নতুন এক বন্দোবস্তের চিন্তায় এক নতুন ছাত্রসংগঠনে এসেছিলাম আলটিমেটলি তার কিছুই তেমন নেই। বরঞ্চ এই সংগঠন যতটা না রাজনৈতিক তার থেকেও বেশি ভাই-ব্রাদার কেন্দ্রীক। জুলাইয়ের অন্যতম বড় স্টেক রাখা এই সংগঠন থেকে এমন আনসফট পরিবেশ পাওয়া সত্যিই হতাশাজনক। তাই নিজেকে আর এমন পরিস্থিতিতে রাখতে চাই না।

এরও আগে ২৬ জুলাই ফেসবুকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে (বাগছাস) জেন্টেলম্যান পলিটিক্স নেই পোস্ট করে পদত্যাগ করেছিলেন সংগঠনটির ঢাবি শাখার সদস্য জাসিম জিহান।

এফএআর/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।