জকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে স্মারকলিপি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও কার্যক্রম শুরুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (৩ আগস্ট) ইউনাইটেড পিপলস বাংলাদেশের জবি শাখার সংগঠক মো. তাওহীদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে ডাকসু, জাকসু ও রাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ (জকসু) গঠন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি।
সংগঠনটির দাবি, ছাত্রদের গণতান্ত্রিক চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য হলেও প্রশাসনের বারবার নীরবতা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল।
স্মারকলিপিতে আরও বলা হয়, জকসু নির্বাচন শুধু একটি প্রক্রিয়া নয়; এটি ছাত্র সমাজের অংশগ্রহণ, অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার একটি বড় মাধ্যম। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত জকসু নির্বাচনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করে তফসিল ঘোষণা করতে হবে।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে আরও জানায়, যদি প্রশাসন শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি সাড়া না দেয়, তবে বৃহত্তর ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে তারা আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
জবি শাখা আপ-এর সংগঠক মো. তাওহীদুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্বের বিকাশ ঘটায়। ঢাবি, রাবিসহ বেশ কিছু উল্লেখযোগ্য ক্যাম্পাসে এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও আমাদের জবি এখনও এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। যা আমাদের জন্য হতাশাজনক। তাই জগন্নাথের স্বার্থে জবি প্রশাসনকে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তফসিল ঘোষণা করতে হবে।
টিএইচকিউ/এমআরএম/জিকেএস