শহীদ সাজিদের পরিবারকে তারেক রহমানের উপহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০২:২৫ এএম, ০৬ আগস্ট ২০২৫
শহীদ ইকরামুল হক সাজিদের পরিবারকে উপহার তুলে দিয়েছে জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদ ইকরামুল হক সাজিদের পরিবারকে উপহার তুলে দিয়েছে জবি ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সাজিদের পরিবারের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শহীদ সাজিদ আমাদের আন্দোলনের প্রেরণার প্রতীক। তার স্বপ্ন ও আত্মত্যাগ স্মরণে রাখতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের আদর্শ ও আত্মত্যাগ কেউ ভুলিয়ে দিতে পারবে না।

ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, জুলাই আন্দোলনে যেসব তরুণ আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার শুধু সহানুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং শহীদ পরিবারের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতীক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল, রাশেদ আহমেদ, অনিক প্রমুখ।

টিএইচকিউ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।