২৪ ফেব্রুয়ারি বাকৃবিতে সপ্তম সমাবর্তন


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৫

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ্যাড. আব্দুল হামিদ।

এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল হক বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি সমাবর্তনের রেজিস্ট্রশন ১ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।

সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন স্নাতক জানুয়ারি-জুন ২০১৩ থেকে জানুয়ারি-জুন ২০১৪, এম.এস. জানুয়ারি-জুন ২০১৪ এবং পি.এইচ.ডি. ২০১১ থেকে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া ষষ্ঠ সমাবর্তনের পর থেকে যাদের সনদ প্রদান করা হয়নি তাদেরকেও সপ্তম সমাবর্তনের পর মূল সনদ প্রদান করা হবে। সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম অনলাইনে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য http://convocation.bau.edu.bd  ঠিকানায় প্রবেশ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।