বিটেকে ভর্তিযুদ্ধ : প্রতি আসনে লড়বে ৫ জন


প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৭ জুন ২০১৬

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৯ম ব্যাচে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ (শনিবার)।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা উপলক্ষে সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের আসন বিন্যাস প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে দিয়ে দেয়া হয়েছে। বিটেকের নিজস্ব ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পদ্ধতিতে এবারের ভর্তিযুদ্ধে ৫২২ জন পরীক্ষার্থী অংশ নেবে। সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১২টা পর্যন্ত। মোট ১০০ আসনের বিপরীতে প্রতি আসনে গড়ে ৫ জন করে লড়বে।

প্রশাসন জানিয়েছে, প্রযুক্তিনির্ভর নকল প্রতিরোধে তারা কড়া ব্যবস্থা নেবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলাম ভর্তি কমিটি, সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে অধ্যয়নরতদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার (২১ জুন) নোটিশ বোর্ডে ও বিটেকের ওয়েবসাইটে (www.btec.gov.bd ) প্রকাশ করা হবে এবং ২২ থেকে ২৫ জুন পর্যন্ত চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।